মোবাইল ফোন এর সুফল ও কুফল।


 মোবাইল ফোন আমাদের জীবনে অতি গুরুত্বপুর্ন একটি ডিভাইস। মোবাইল ফোন এখন আমাদের নিত‌্য সঙ্গি হয়ে পড়েছে। সর্বক্ষেত্রে আমাদের মোবাইল ফোনের অতিব প্রয়োজন। যে কোন মানুষের সাথে খুব সহজে যোগাযোগের জন‌্য মোবাইল ফোনের প্রয়োজন। বর্তমানে প্রতিটি মানুষের নিকট মোবাইল ফোন রয়েছে।

 এমনকি ছোট ছোট বাচ্চারাও মোবাইল ফোন ব‌্যাবহার করে থাকে। কেউ কথা বলে আবার কেউ গেম খেলে। ছোট বাচ্চারা মোবাইলে কাটুন দেখে। তবে মোবাইল ফোন ব‌্যবহারের উপকার ও অপকার রয়েছে।  যা নিম্নে দেয়া হল।



 মোবাইল ফোনের সুফল মোবাইল ফোন বর্তমানে মানুষের জীবনে অত‌্যান্ত গুরুত্বপুর্ন একটি ডিভাইস। ছোট থেকে বয়স্ক প্রত‌্যাক মানুষের মোবাইল ফোন ব‌্যাবহারের উপকারিতা অনেক। একজন অন‌্যজনের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। আত্নীয় স্বজনদের খুব সহজে খোঁজ খবর নিতে পারে।

 মোবাইল ফোনের মাধ‌্যমে গান ও ভিডিও দেখাঃ


 অতীতে গান শোনার জন‌্য রেডিও টেপরেকর্ডার ব‌্যাবহার করত। কিন্তু মোবাইল ফোন থাকাই খুব সহজে আমরা যেকোন গান ইন্টারনেট থেকে সার্চ করে বা ডাউনলোড দিয়ে খুব সহজে শুনতে পারি। একই ভাবে ভিডিও গান বা মুভি,সিনেমা, নাটক,বিভিন্ন প্রোগ্রাম খুব সহজে দেখতে পায়। 

 মোবাইল ফোন দিয়ে ছবি তুলতেঃ


 একটা সময় ছিল ছবি তোলার জন‌্য শুধুমাত্র ক‌্যামেরা ব‌্যবহার করা হত। মোবাইল ফোন সহজ লভ‌্য হওয়ায় যেকোন সময় সহজে ছবি তুলতে পারা যায়। ক‌্যামেরার তেমন কোন প্রয়োজন হয়না।

 মোবাইল ফোন দিয়ে মেইল পাঠানোঃ


 অফিসের কাজে বা বিভিন্ন জায়গায় গুরুত্বপুনর্র ম্যাসেজ পাঠাতে বা মেইল৷ পাঠাতে মোবাইলের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার যেখানে সেখানে পাওয়া যায়না। সেক্ষেত্রে মোবাইল একমাত্র সহজ পথ।

 অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কুফলঃ

 অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। অতিরিক্ত মোবাইল ফোন ব্যাবহার করলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে বাচ্চারা অতিরিক্ত মোবাইলের প্রতি আসক্ত।কারন তারা মোবাইলে গেম খেলা,কার্টুন দেখা,পছন্দ করে। যার ফলে ব্রেন টিউমার, ক‌্যান্সার রোগ হতে পার। মোবাইল ফোন যেমন উপকার রয়েছে তেমনি অপকার ও রয়েছে।

 চোখের জ্যোতি কম ও ঘাড় ব্যাথাঃ

 অনেক সময় ধরে মোবাইল ব্যাবহার করলে ঘাড় ব্যাথা, মাথা ব্যাথা ও চোখের জ্যোতি কমতে পারে। মোবাইলের _রে চোখের জন্য ক্ষতিকর। যেমন অনেক সময় ধরে ফেসবুক ব্যবহার, গেম খেলা, বাচ্চাদের ক্ষেত্রে কার্টুন দেখা এগুলো ক্ষতিকর। একদিকে পাশুনার ক্ষতি অন্য দিকে চোখের জোতি নষ্ট হয়।

     মেজাজ খিটখিটে হওয়া ও কানে কম শোনাঃ

 মোবাইলে ইয়ার ফোন দিয়ে গান শুনলে কানের শ্রবন শক্তি কমে যায়। অনেক সময় ধরে মোবাইল ব্যবহার করলে মেজাজ সব সময় উগ্র থাকে। ছোট খাট বিষয়ে রাগাম্বিত হওয়ার সম্ভাবনা থাকে।

     চিন্তাশক্তি ও ধারন ক্ষমতা কমার সম্ভাবনা রয়েছেঃ 

 অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে সৃজন শীলতা মেধা কমে যায়। যে কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা কমে যায়। স্মৃতি শক্তি কমে  যায়।

 মোবাইল ফোনের সঠিক ব্যবহারঃ

 মানুষের জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম। মোবাইল ফোন ব্যবহারে যেমন সুযোগ সুবিধা রয়েছে তেমনি ক্ষতিকর দিক ও রয়েছে। অকারনে মোবাইল ফোন ব্যবহার না করাই শ্রেয়। যেমন গেম খেলা, অতিরিক্ত ফেসবুক ব‌্যবহার না করায় ভাল।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইমা ম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url