Disclaimer

আইটির কপিরাইট  নীতিঃ

১.আইটির ওয়েব সাইটে প্রকাশিত সকল ব্লগ পোষ্টের বা কনটেন্ট এর স্বত্বাধিকারী কেবল মাত্র আইটি নিজেই। যে কোন উদ্দেশ্য বা মাধ্যম অবলম্বন করে সম্পুর্ন কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন নিষিদ্ধ। তবে একটি কনটেন্ট অর্থাৎ পেজের অংশ  বিশেষ কপি করে  অন্য কোথাও প্রকাশ করা হয়। সে ক্ষেত্রে অবশ্যয় আইটিকে dofollow যুক্ত করে ক্রেডিট দিতে হবে।

২. আিটি কর্তৃক প্রকাশিত ব্লগ পোষ্ট গুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন বাংলা অথবা ইংরেজী সোর্স থেকে ভাবনুবাদ করে লেখা হয়। এমতাবস্থায়  যদি আমাদের কোন কনটেন্ট এর লেখা কাকতালীয় ভাবে আপনার কোন সোর্স এর সাথে মিল যায়, তবে আপনি আমাদের এ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

৩. কোন ব্লগ রাইটার যদি আপনার কোন কনটেন্ট হুবহু সম্পুর্ন কপি করে নিয়ে আইটি সমাজের ওয়েব সাইটে প্রকাশ করে, আর আপনাকে উপযুক্ত ক্রেডিট না দেয়। আপনি যদি চান আপনার কনটেন্টের কোন অংশ বিশেষ অন্য কোথাও পাবলিশ হোক সে ক্ষেত্রে  ওয়েবসাইট  এ্যাডমিনকে অবহিত করুন।

আইটির নীতিমালায় আপনার একমত প্রসঙ্গেঃ

আপনি আইটির ( ওয়েব সাইট,ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল,অফিস ইত্যাদি) যে কোন অংশ ভিজিট করার মাধ্যমে আইটির মকল শর্ত, গোপনিয়তা নীতি, কমেন্ট পলিসি এবং সমস্ত নীতিমালার সাথে একমত পোষন করেছেন।

আপনি আইটি সমাজের কোন শর্ত গোপনীয়তা  নীতি এবং নীতিমালার সাথে একমত পোষন না করেন তাহলে আইটি সমাজের সকল প্রকার সার্ভিস সেবা থেকে নিজেকে বিরত রাখুন। 

আইটি সমাজের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলামঃ

আমি শফিকুল ইসলাম একজন ডিজিটাল মার্কেটার এবং ব্লগার। আমি বাংলাদেশের চঁাপাই নবাবগঞ্জ  জেলার একজন বাসিন্দা। আমি নন এমপিও শিক্ষা প্রতিষঠানে কর্মরত আছি। আমি পেশায় চাকুরি জীবি।

আমি ১৯৭৮ সালে ১ জুলাই জন্মগ্রহন করি। আমি আমার জন্মস্থানে এস,এস,সি  এইচ,এস,সি ওবি,এ, বি এস,এস পাশ করে পড়াশুনা শেষ করি। আমি ব্লগিং করে নিজ এবং অন্যদের ব্লগিং করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখি। সেই সাথে উদ্দ্যেক্তা হিসেবে কা করার পরিকল্পনা রয়েছে।


এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইমা ম্যাক্স আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url